পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, এখন পর্যন্ত আমাদের কাছে নির্বাচনকে ঘিরে জঙ্গিবাদের হুমকি আছে এমন সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো সব সময়ই কাজ করছে এবং সব সময়ই আমাদের আইনশৃঙ্খলা রক্ষায় তথ্য দিচ্ছে। আমরা যে তথ্য পাব, সেই তথ্যের ভিত্তিতে ব্যবস্থা নেব। এখন পর্যন্ত ওইরকম কোনো আশঙ্কা আছে বলে মনে হয় না। গতকাল সোমবার দুপুরে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সুধী সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, বাংলাদেশ পুলিশ একটি শতবর্ষী প্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে এ দেশের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব আমরা সফলভাবে পালন করে আসছি। আমাদের পুলিশ বাহিনীর বর্তমান যে জনবল, প্রশিক্ষণ, লজিস্টিক, ইকুইপমেন্ট আছে আমরা আইনশৃঙ্খলাজনিত যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত। দেশের মানুষের জানমাল রক্ষা ও নিরাপত্তায় যে কোনো অপচেষ্টাকে প্রতিহত করার মতো সক্ষমতা বাংলাদেশ পুলিশের রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর জন্য যদি কোনো কার্যক্রম হয়, সেটা প্রতিহতের লক্ষ্যে আমাদের প্রস্তুতি আছে।