গবেষণার ফল

লিঙ্গভিত্তিক সহিংসতায় ৫৫ শতাংশই দায়ী বন্ধু-সহপাঠী

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

দেশে লিঙ্গভিত্তিক সহিংসতা দিন দিন ভয়াবহ আকারে বাড়ছে। গবেষণায় দেখা গেছে, সমাজে শতকরা ৩৯ ভাগ কিশোরী মানসিক নির্যাতনের শিকার হচ্ছে, এছাড়াও ৩২ ভাগ শারীরিক নির্যাতন, ১৪ ভাগ যথাক্রমে যৌন এবং অর্থনৈতিক নির্যাতনের শিকার হচ্ছে। আর এই লিঙ্গভিত্তিক সহিংসতার জন্য নির্যাতনের শিকার শতকরা ৫৫ দশমিক ২০ ভাগই বন্ধু বা সহপাঠীকে দায়ী করেন।

গতকাল সোমবার রাজধানীর হোটেল সিক্স সিজনে এডুকো বাংলাদেশ আয়োজিত ‘বাংলাদেশে কিশোরীদের ওপর জেন্ডারভিত্তিক সহিংসতা এবং তার প্রভাব’ শীর্ষক গবেষণা ফলাফল উপস্থাপন অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়েছে। অনুষ্ঠানে জানানো হয়েছে, কিশোরীদের ওপর জেন্ডারভিত্তিক সহিংসতা নিয়ে ঢাকা শহর, ময়মনসিংহ ও ঠাকুরগাঁও জেলায় এ গবেষণা পরিচালনা করে এডুকো বাংলাদেশ। গবেষণায় দেখা গেছে, শতকরা ৫৪ দশমিক ৯ ভাগ উত্তরদাতারা মনে করেন বাল্যবিয়ে হলো সবচেয়ে ভয়াবহ প্রকারের জেন্ডারভিত্তিক সহিংসতা।