চট্টগ্রামের দুই শহরে (বন্দরটিলা ও দক্ষিণ হালিশহর) কলেরা টিকা প্রদান কার্যক্রম পরিচালনা করছে স্বাস্থ্য অধিদপ্তর। গত ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে আগামীকাল পর্যন্ত।
এরপর এই টিকার দ্বিতীয় ডোজ শুরু হবে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে। গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার (সিডিসি) তত্ত্বাবধানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় চট্টগ্রাম সিভিল সার্জন অফিস, চট্টগ্রাম সিটি কর্পোরোশেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও আইসিডিডিআর, বি এই বাস্তবায়নে কাজ করছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহে কলেরা টিকার দ্বিতীয় ডোজ প্রদান করার পরিকল্পনা করা হয়েছে। কমপক্ষে ১৪ দিন অন্তর প্রদেয় এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত ও নিরাপদ। টিকা নেওয়ার ১৪ দিনের মধ্যে অন্য কোনো টিকা নেওয়া যাবে না। দ্য ভ্যাকসিন অ্যালায়েন্স, গ্যাভির আর্থিক সহায়তায় কলেরা টিকাদান উদ্যোগ পরিচালিত হচ্ছে।