ঢাকা ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

রংপুর বিভাগ

‘শিল্পায়নের সম্ভাবনা ও সমস্যা’ শীর্ষক মতবিনিময় সভা

‘শিল্পায়নের সম্ভাবনা ও সমস্যা’ শীর্ষক মতবিনিময় সভা

রংপুর বিভাগে ‘শিল্পায়নের সম্ভাবনা ও সমস্যা’ শীর্ষক মতবিনিময় সভা রংপুর চেম্বারের আয়োজনের আরসিসিআই অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে রংপুর চেম্বারের সভাপতি মো. আকবর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মো. হাবিবুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এসএম রশিদুল হক, পিপিএম (সেবা), কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রংপুর বিভাগের কমিশনার ড. নাহিদা ফরিদী, রংপুরের জেলা প্রশাসক মো. মোবাশে^র হাসান, রপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও রংপুর চেম্বারের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু, রংপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও রংপুর চেম্বারের সাবেক সভাপতি মো. আবুল কাশেম, পরিবেশ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন।

সভায় উন্নত ও অনুন্নত অঞ্চলে একই হারে কর, ভ্যাট ও ঋণের সুদহার প্রযোজ্য থাকায় পিছিয়ে পড়া রংপুর বিভাগে শিল্পায়ন হচ্ছে না বলে ব্যবসায়ী নেতৃবৃন্দ মতামত ব্যক্ত করেন। এ জন্য ব্যবসায়ী নেতৃবৃন্দ পিছিয়ে পড়া রংপুর বিভাগের জন্য বিশেষ শিল্প সহায়ক নীতি গ্রহণের আহ্বান জানান। এছাড়া ব্যবসায়ী নেতারা রংপুর বিভাগের স্ব স্ব জেলায় অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা, তিস্তা মহাপরিকল্পনার দ্রুত বাস্তবায়ন, মোঘলহাট-গীতালদাহ, চিলাহাটি-হলদিবাড়ী স্থল বন্দর চালুকরণ, সৈয়দপুর বিমান বন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণ, অর্থায়নের সমস্যা নিরসন, কৃষিপ্রক্রিয়াজাতকরণ শিল্পের বিকাশ, পর্যটন শিল্পের উন্নয়ন, মাঝারি চা প্রক্রিয়াজাতকরণ শিল্পের উন্নয়নসহ পরিবেশ ছাড়পত্রে জটিলতা নিরসন, ভ্যাট ও ট্যাক্স সহনশীল পর্যায়ে আদায়, মহিলা উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন ও বিপণণের প্রতিবন্ধকতাসমূহ তুলে ধরে বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মো. হাবিবুর রহমান বলেন, ব্যবসায়ীরা ব্যবসা করবেন, আর তারা ব্যবসা করা মানেই হচ্ছে দেশে নতুন কর্মসংস্থান বৃদ্ধি পাওয়া। কারণ তারা নতুন নতুন উদ্যোগ নিলে কর্মসংস্থান বাড়বে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত