ঢাকা ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

করোনার পর বেড়েছে ‘আলঝাইমার্স’ রোগী

করোনার পর বেড়েছে ‘আলঝাইমার্স’ রোগী

আলঝাইমার্স বা ডিমেনশিয়া রোগের মূল লক্ষণ সব জিনিস ভুলে যাওয়া। মারাত্মক এই রোগ সম্পর্কে যথেষ্ট জ্ঞান ও সচেতনতা জরুরি বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ। সেই সঙ্গে বৈশ্বিক মহামারি করোনার পর এই রোগে আক্রান্তের সংখ্যাও বেড়েছে বলেও জানিয়েছেন তিনি। গতকাল বৃহস্পতিবার বিশ্ব আলঝাইমার্স (ডিমেনশিয়া) দিবস উপলক্ষ্যে বিএসএমএমইউর নিউরোলজি বিভাগ আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিয়ে এ কথা জানান তিনি।

বিএসএমএমইউ ভিসি অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, আলঝাইমার্স বা ডিমেনশিয়া একটি জটিল নিউরো ডিজেনারেটিভ রোগ। এ রোগের মূল লক্ষণ হচ্ছে সব জিনিস ভুলে যাওয়া, কিছু মনে রাখতে না পারা। পরে সেটা বাড়তে বাড়তে কথা বুঝতে না পারা, ভাষা চিনতে বা বলতে না পারা, মুড সুইং, হারিয়ে যাওয়ার সমস্যা বাড়তে থাকে।

তাই এই রোগ সম্পর্কে যথেষ্ট জ্ঞান এবং সচেতনতা প্রয়োজন। পরে বিশ্ববিদ্যালয়ের নিউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আবু নাসার রিজভীর সভাপতিত্বে বর্ণাঢ্য একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। ‘কখনও খুব আগে নয়, কখনও খুব পরে নয়’- এই প্রতিপাদ্যে আয়োজিত শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ব্লক থেকে শুরু হয়ে বটতলা, ‘এ’ ব্লক, টিএসসি প্রদক্ষিণ করে বহির্বিভাগ-২ অতিক্রম করে বহির্বিভাগ-১ এর সামনে গিয়ে শেষ হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত