বাংলাদেশ পর্যটন ডেভেলপমেন্ট সামিট-২০২৩ এর উদ্বোধন অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম মাহবুব আলী। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম মাহবুব আলী বলেছেন, করোনার মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল ট্যুরিজম সেক্টর। সেই সেক্টর এখন উঠে দাঁড়িয়েছে।
গত বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১০ম এশিয়ান ট্যুরিজম ফেয়ার এবং ১ম বাংলাদেশ পর্যটন ডেভেলপমেন্ট সামিট-২০২৩ এর শুভ উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
মেলার আয়োজন করেছে পর্যটন বিচিত্রা।
এম মাহবুব আলী বলেন, করোনার সময় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ট্যুরিজম সেক্টর। তবে এ সমস্যা কাটিয়ে উঠছি আমরা। আমরা ইতোমধ্যে অভ্যন্তরীণ পর্যটন খাতকে বুস্টআপ করতে পেরেছি সকলের প্রচেষ্টায়। তিনি আরও বলেন, আজকের এই আয়োজন পাশ্ববর্তী দেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটকদের আসতে উৎসাহী করবে। টুরিস্টদের আকর্ষিত করার মতো বাংলাদেশে সকল নান্দনিক সৌন্দর্য ও পরিবেশ রয়েছে। আমাদের দেশের এক একটা জেলাতে পর্যটনের যে প্রোটেনশিয়ালিটি রয়েছে তা বিশ্বের অনেক দেশেই নেই।