বিএসএমএমইউ
বাতাস থেকে অক্সিজেন উৎপাদনকারী জেনারেটর স্থাপন
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বাতাস থেকে অক্সিজেন উৎপাদনকারী ভ্যাকুয়াম জেনারেটর স্থাপন করা হয়েছে। সুইং অ্যাডসর্পশন (ভিএসএ) পদ্ধতি জেনারেটরটি বাতাস থেকে নাইট্রোজেন অপসারণ করে অক্সিজেন উৎপাদন করবে। গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সি ব্লকের সামনে বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ সর্বাধুনিক অক্সিজেন উৎপাদনকারী জেনারেটরটির উদ্বোধন করেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিএসএমএমইউতে স্থাপিত ভ্যাকুয়াম সুইং অ্যাডসর্পশন পদ্ধতির অক্সিজেন জেনারেটর প্রতি মিনিটে ৫০০ লিটার অক্সিজেন উৎপাদন করতে সক্ষম। প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয়ের সি ব্লক ও কেবিন ব্লকে এ জেনারেটরটি অক্সিজেন সরবরাহ করবে। এ অক্সিজেন উৎপাদনকারী জেনারেটর স্থাপনের ফলে বিএসএমএমইউ বাইরের প্রতিষ্ঠানের উপর অক্সিজেন নির্ভরতা কমবে। এতে শুধুমাত্র বিদ্যুতের খরচ হবে। এ অক্সিজেন জেনারেটরটি বাতাস থেকে নাইট্রোজেন অপসারণ করে ৯০ শতাংশ থেকে ৯৩ শতাংশ ঘনত্বে বিশুদ্ধ অক্সিজেন তৈরি করতে সক্ষম। উদ্বোধনকালে বিএসএমএমইউ উপাচার্য বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন বিশ্ববিদ্যালয়ে প্রয়োজনীয় সর্বাধুনিক প্রযুক্তি সংযোজন করতে তৎপর রয়েছে। আমি দায়িত্বভার গ্রহণের পর সারাবিশ্বের চিকিৎসা সেবা, স্বাস্থ্য শিক্ষা ও চিকিৎসা গবেষণায় যেসব আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয় তা সংযোজন করতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি। এরই মধ্যে অনেক প্রযুক্তি সংযোজন করতে সক্ষম হয়েছি। কিছু বাকি আছে। এই অক্সিজেন জেনারেটর উদ্বোধন তারই অংশ বিশেষ। এ অক্সিজেন জেনারেটর চালু করার ফলে রোগীর চাহিদা মতো অক্সিজেন সয়ংক্রিয়ভাবে সরবরাহ করা যাবে বলেও জানান অধ্যাপক শারফুদ্দিন আহমেদ।