ঢাকা ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

নতুন আক্রান্ত ৪৬৯

বরিশালে ডেঙ্গুতে দুইজনের মৃত্যু

বরিশালে ডেঙ্গুতে দুইজনের মৃত্যু

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরো দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। এ নিয়ে বরিশাল বিভাগে মোট ৮৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ৪৬৯ জন বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। বিভাগের ৬ জেলার সরকারি বিভিন্ন হাসপাতালে বর্তমানে এক হাজার ৩২৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গতকাল শনিবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল এ তথ্য জানিয়েছেন। ডেঙ্গুতে মারা ব্যক্তিরা হলেন- বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বাসিন্দা কামরুন্নাহার, পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার বাসিন্দা কামাল। এর মধ্যে কামরুন্নাহার শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ও কামাল স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হওয়া ৪৬৯ জন ডেঙ্গু রোগীর মধ্যে ৭৭ জন বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া ৩৯ জন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে এ দুই হাসপাতালে বর্তমানে ৪০২ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন। এছাড়া বরিশাল জেলার অন্যান্য হাসপাতালে ৮০ জন, পটুয়াখালীতে ৫১ জন, ভোলায় ৪২ জন, পিরোজপুরে ৭৮ জন, বরগুনায় ৮২ জন ও ঝালকাঠিতে ২০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এছাড়া চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বরিশাল বিভাগের হাসপাতালগুলোতে ২১ হাজার ৮৬৭ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন।

আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২০ হাজার ৪৫৩ জন। এদিকে চলতি বছর গোটা বিভাগে ৮৬ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। যার মধ্যে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫৮ জন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজন, বরিশাল জেলার অন্যান্য হাসপাতালে দুইজন, বরগুনায় পাঁচজন, পটুয়াখালীতে দুইজন, পিরোজপুরে আটজন ও ভোলায় হাসপাতালে আটজনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত