ময়মনসিংহে শুরু হয়েছে সাত দিনব্যাপী বিভাগীয় বইমেলা। গত শুক্রবার সন্ধ্যায় নগরীর টাউন হল প্রাঙ্গণে ফিতা কেটে এ বইমেলার উদ্বোধন করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কেএম খালিদ। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও বিভাগীয় কমিশনার কার্যালয়ের বাস্তবায়নে ৬১টি স্টল নিয়ে শুরু হওয়া এই বইমেলা শেষ হবে ২৮ সেপ্টেম্বর। বিভিন্ন স্টল ঘুরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ বলেন, বই হচ্ছে ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতির ধারক ও বাহক। তাই সংস্কৃতিকে লালন করতে বই পড়ার কোনো বিকল্প নেই। একজন মানুষকে সমৃদ্ধশীল হতে হলে বই পড়তে হবে। কিন্তু বর্তমানে মানুষের বই পড়ার প্রতি আগ্রহ একেবারেই কমে গেছে। নতুন প্রজন্মকে দেশ গঠনে অবদান রাখতে হলে অবশ্যই বেশি বেশি বই পড়তে হবে।