নারীরা মাদকাসক্ত হলে সমাজের সবাই ক্ষতিগ্রস্ত হয়
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
সংবাদ বিজ্ঞপ্তি
নারীরা ক্ষতিগ্রস্ত হলে সমাজের সবাই ক্ষতিগ্রস্ত হয়। একটা নারীর থেকে তার পরিবার বা সমাজের অনেক আশা থাকে। আর যদি নারী মাদকে আসক্ত হয়ে পড়ে, তাহলে একটি পরিবারের সব স্বপ্ন নষ্ট হয়ে যায়। তাই সব সময় নারীদের মাদকাসক্ত থেকে দূরে রাখতে হবে। গত রোববার বিকাল সাড়ে ৩টায় রাজধানীর শ্যামলীস্থ ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সভাকক্ষে নারীদের চিকিৎসা পরবর্তী পুনর্বাসনের উদ্দেশ্যে ভোকেশনাল ট্রেনিং কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা এসব কথা বলেন।
সমাজের নারীদের মাদকমুক্ত করার পাশাপাশি সমাজের মূলধারায় তারা যাতে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে, সেই লক্ষ্যে ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সহযোগিতায় আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের আয়োজনে আগামী ১ অক্টোবর থেকে শুরু হয়ে নিয়মিতভাবে এই কার্যক্রম চলতে থাকবে।
এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা আহ্ছানিয়া মিশনের ভোকেশনাল ট্রেনিংয়ের টিম লিডার মো. আব্দুস সাদিক, প্রশিক্ষক রুমানা রহমান, ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের উপ-পরিচালক মোখলেছুর রহমান, সহকারী পরিচালক (মেডিকেল সার্ভিসেস) ডা. নায়লা পারভীন, প্রকল্প ব্যবস্থাপক মাহফিদা দীনা রুবাইয়া, প্রকল্প সমন্বয়কারী শারমিন রহমান, প্রকল্প সমন্বয়কারী শরিফুল ইসলাম, প্রকল্প সমন্বয়কারী শাহেদুল হক, সিনিয়র সাইক্লোজিস্ট রাখী গাঙ্গুলী, আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের কেন্দ্র ব্যবস্থাপক ফারজানা ফেরদৌসসহ অন্যান্য কর্মকর্তারা।