শিল্পাঞ্চলখ্যাত নারায়ণগঞ্জে ৩৬টি বিক্রয়কেন্দ্রে কার্ডধারীরা পাবে সুলভমূল্যে ওএমএসের চাল ও আটা। যার মধ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় রয়েছে ২৪টি বিক্রয়কেন্দ্র এবং রূপগঞ্জ ও সোনারগাঁওয়ে রয়েছে ১২টি বিক্রয়কেন্দ্র। এসব বিক্রয়কেন্দ্র থেকে প্রতি কেজি চাল ৩০ টাকা দরে ও প্রতি কেজি আটা ২৪ টাকা দরে ক্রয় করতে পারবেন ভোক্তারা। ৩৬টি বিক্রয়কেন্দ্রে কার্ডধারী রয়েছেন মোট ৭২ হাজার জন। যার মধ্যে প্রতি সপ্তাহে যে কোনো একদিন নিতে পারবেন ১৪ হাজার ৪০০ জন।
নারায়ণগঞ্জ জেলা খাদ্যনিয়ন্ত্রক কার্যালয় সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলায় ওএমএসের চাল ও আটা বিক্রয়কেন্দ্র রয়েছে ৩৬টি। যার মধ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় বিক্রয়কেন্দ্র রয়েছে ২৪টি। অপরদিকে সোনারগাঁও থানা এলাকায় ৭টি ও রূপগঞ্জ থানা এলাকায় ৫টি বিক্রয়কেন্দ্র রয়েছে। সপ্তাহে ৫ দিন বিক্রি হবে। প্রতিটি বিক্রয়কেন্দ্রে প্রতিদিন ২ টন করে আটা ও ১ টন করে চাল বরাদ্দ থাকবে। সপ্তাহে যে কোন একদিন একজন ভোক্তা সর্বোচ্চ ৫ কেজি চাল ও ৫ কেজি আটা ক্রয় করতে পারবে। প্রতি কেজি চাল ৩০ টাকা দরে ও প্রতি কেজি আটা ২৪ টাকা দরে বিক্রি হবে। জেলায় ৩৬টি বিক্রয়কেন্দ্রে কার্ডধারীর সংখ্যা মোট ৭২ হাজার জন। যার মধ্যে প্রতি সপ্তাহে যে কোনো একদিন নিতে পারবেন ১৪ হাজার ৪০০ জন।
ইতোপূর্বে ওএমএসের চাল ট্রাকযোগে সেল হলেও চলতি অর্থবছরের শুরু থেকে সেটা বন্ধ রয়েছে। পূর্বে যেকেউ বিক্রয়কেন্দ্র থেকে ওএমএসের চাল ও আটা ক্রয় করতে পারলেও বর্তমানে ওএমএসের উপকারভোগীদের কার্ডের আওতায় নিয়ে আসা হচ্ছে।