রাজধানীতে শিশুদের জন্য শিক্ষা-বিনোদনের আসর
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
রাজধানী ঢাকায় শিশু-কিশোরদের জন্য বসতে যাচ্ছে শিক্ষা ও বিনোদনের এক আসর। চার দিনব্যাপী এ আসর অনুষ্ঠিত হবে শিল্পকলা একাডেমিতে। আজ বুধবার বেলা ১১টায় এ আসরের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। গতকাল মঙ্গলবার দুপুরে জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, স্মার্ট চিলড্রেন কার্নিভ্যাল শুধু একটি অনুষ্ঠানই নয়; এটা আমাদের সন্তানদের সীমাহীন সম্ভাবনা এবং কল্পনার জগৎকে প্রসারিত করার একটি বড় উদ্যোগ। এ কার্নিভ্যাল শিশু-কিশোরদের সহজাত প্রতিভা, কৌতূহল এবং তারা যে উজ্জ্বল ভবিষ্যৎ গঠন করতে চায় তার প্রাথমিক আভাস। শিশু ও তরুণদের মনে তৈরি হবে আশাবাদে পরিপূর্ণ ও বিশ্ব মানবতাকে জাগ্রত করার অনন্ত প্রয়াস। প্রকৃতপক্ষে শিশুরাই আমাদের ভবিষ্যৎ। তাদের সম্ভাবনাকে লালন-পালন ও প্রতিভার যথাযথ বিকাশ ঘটাতে এবং তাদের সফল হওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ আমাদের নৈতিক দায়িত্ব। পলক বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির (আইসিটি) ক্ষেত্রে আমরা অভূতপূর্ব পরিবর্তনের যুগে আমরা প্রবেশ করেছি। প্রযুক্তি শুধু একটি হাতিয়ার নয়- এটি একটি গেম-চেঞ্জার, যা সীমানা অতিক্রম করে এবং আমাদের সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জগুলো সমাধান করতে সহায়তা দেয়।