বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুই নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই বিভাগে ৯৭ জনের মৃত্যু হয়েছে। নতুন করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত আরো ৪০৭ জন রোগী চিকিৎসা নিতে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে গোটা বিভাগের ৬ জেলার সরকারি বিভিন্ন হাসপাতালে বর্তমানে ১ হাজার ২৬৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গতকাল দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল এ তথ্য জানিয়েছেন।
ডেঙ্গুতে মৃত্যু ব্যক্তিরা হলেন- বরিশালের উজিরপুর উপজেলার সাতা এলাকার রওশন আরা (৬৫), মেহেন্দিগঞ্জ উপজেলার পিন্টু শিকদার (৫৪) ও পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার জয়ফুল বেগম (৫৫)। তারা সবাই শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। স্বাস্থ্য বিভাগের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হওয়া ৪০৭ জন ডেঙ্গুরোগীর মধ্যে ৬৯ জন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া ৪৮ জন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে এ দুই হাসপাতালে বর্তমানে ৩৯৭ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছেন।
এছাড়া বরিশাল জেলার অন্যান্য হাসপাতালে ৬২ জন, পটুয়াখালীতে ৬৬ জন, ভোলায় ৩৮ জন, পিরোজপুরে ৬৬, বরগুনায় ৫১ ও ঝালকাঠিতে ৭ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন।