বেরোবিতে শুদ্ধাচার সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রংপুর ব্যুরো

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শুদ্ধাচার-সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল’র আয়োজনে এবং নৈতিকতা কমিটির সহযোগিতায় এই প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মো. আবু তাহের। কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আলমগীর চৌধুরী, ইউজিসির অর্থ ও হিসাব বিভাগের উপ-পরিচালক মো. আব্দুল আলীম, প্রশাসন বিভাগের উপ-সচিব মো. আসাদুজ্জামান উপস্থিত ছিলেন। এপিএ টিমের ফোকাল পয়েন্ট ও বাজেট শাখার উপ-পরিচালক খন্দকার আশরাফুল আলমের সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর ও বিভাগের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।