ঢাকা ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

ঢাকা আহ্ছানিয়া মিশনের উদ্যোগে জাতীয় পর্যায়ে মতবিনিময় ও কর্মশালা

ঢাকা আহ্ছানিয়া মিশনের উদ্যোগে জাতীয় পর্যায়ে মতবিনিময় ও কর্মশালা

ঢাকা আহ্ছানিয়া মিশনের Building Disaster Resilient Communities in Flood Affected Areas in Sunamgonj, Bangladesh প্রকল্পের উদ্যোগে গত শনিবার রাজধানীর গুলশানস্থ হোটেল লেক ক্যাসেল-এ জাতীয় পর্যায়ে একটি অভিজ্ঞতা ও মতবিনিময় সংক্রান্ত কর্মশালার আয়োজন করা হয়।

ঢাকা আহ্ছানিয়া মিশনের নির্বাহী পরিচালক মো. সাজেদুল কাইয়ূম দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক নিতাই চন্দ্র দে সরকার ও নাহাবের চেয়ারপারসন বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল আলম। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ‘গিভ টু এশিয়া’র বাংলাদেশ ও শ্রীলঙ্কার কান্ট্রি অ্যাডভাইজর তৌফিক আহমেদ খান। প্রকল্পের অর্জন ও প্রকল্প সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের যুগ্ম পরিচালক মো. জাহাঙ্গীর আলম। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন রুরাল অ্যাডভ্যান্সমেন্ট সোসাইটির নির্বাহী পরিচালক ধ্রুপদ চৌধুরী নূপুর। কর্মশালায় প্রধান অতিথি বলেন, দুর্যোগ বিষয়টিকে সামাজিক আন্দোলন হিসেবে এগিয়ে নিয়ে যেতে হবে। পাশাপাশি এ প্রক্রিয়ায় সমাজের বিত্তবান ও ব্যবসায়ী সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করা জরুরি। বন্যা ও ঘুর্ণিঝড় মোকাবিলায় আমাদের সক্ষমতা যথেষ্ট বেড়েছে। কিন্তু ভূমিকম্প ও বজ্রপাত মোকাবিলায় আমরা মোটেও প্রস্তুত নই। এ বিষয়ে এখনি জোর প্রস্তুতি নেয়া প্রয়োজন। প্রকল্পটি সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নে বাস্তবায়িত হয়েছে। কর্মশালায় ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি ও বেসরকারি পর্যায়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত