রংপুরে তেল কম দেওয়ায় ফিলিং স্টেশনের জরিমানা

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রংপুর ব্যুরো

গ্রাহক পর্যায়ে অকটেন ইউনিট প্রতি ১০ লিটারে ১৩০ মিলি. কম দেয়ার অভিযোগে রংপুরের মিঠাপুকুরের মেসার্স ড্রিম প্লাস ফিলিং স্টেশনকে বিশ হাজার টাকা জরিমানা করেছে বিএসটিআই।

গতকাল বুধবার সকালে মোবাইলকোর্ট পরিচালনা করে এ জরিমানা করা হয়। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেছেন বিএসটিআই বিভাগীয় কার্যালয় রংপুরের উপ-পরিচালক মফিজ উদ্দিন আহমাদ।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার মেসার্স ড্রিম প্লাস ফিলিং স্টেশন মালিক অকটেন ইউনিট প্রতি ১০ লিটারে ১৩০ মিলি. অকটেন কম দিয়ে গ্রাহককে প্রতারিত করে আসছিলেন দীর্ঘদিন থেকে।

এ বিষয়টি জানার পর বিএসটিআই রংপুর এবং মিঠাপুকুর উপজেলা প্রশাসন যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানে তেল কম দেয়ার অভিযোগের সত্যতা থাকায় মোবাইলকোর্টের মাধ্যমে মেসার্স ড্রিম প্লাস ফিলিং স্টেশন মালিককে বিশ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইলকোর্ট পরিচালনা করেন মিঠাপুকুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন।

এ সময় উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের পরিদর্শক (মেট্রোলজি) মো. আলমাস মিয়া, ও ফিল্ড অফিসার সিএম খন্দকার মো জামিনুর রহমান। বিএসটিআই বিভাগীয় কার্যালয় রংপুরের উপ-পরিচালক মফিজ উদ্দিন আহমাদ জানান, এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হয়।

কোনো সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেও অভিযান পরিচালনা করা হয়। এটি অব্যাহত থাকবে।