মানসিকতা বদলালে পর্যটনে নারীর অংশগ্রহণ বাড়বে

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

মানসিকতার বদল করলে পর্যটনে নারীর অংশগ্রহণ বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। গতকাল বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘পর্যটন শিল্পে নারীর অংশগ্রহণ: সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। আলোচনা সভায় সভাপতির বক্তব্যে জাতীয় মানবাধিকার কমিশন সাবেক চেয়ারম্যান এবং সাবেক সিনিয়র সচিব নাছিমা বেগম বলেন, আমি যখন প্রথম নারী বিচারক হিসেবে জয়েন করি, তখন আমাকে দেখার জন্য শত শত মানুষ এসেছিল।

তারা ভাবছিল নারী বিচার করবে? আসলে তখন আমরা যদি পিছিয়ে আসতাম এখন আর এতদূর এগিয়ে আসতে পারতাম না। এই বিচারক বলেন, পর্যটনেও নারীরা এগিয়ে আসবে, সেদিন আর বেশিদূর নয়। তাদের অংশগ্রহণ বাড়বে। এটা আমাদের বড় চ্যালেঞ্জ। অনেকে মনে করত নারীরা কী পারে। কিন্তু তারা যে পারে এখন তা প্রমাণ হয়ে গেছে। আমি নারী, আমি আমার যোগ্যতার জায়গাটুকু চাই। আমরা পারব, ইনশাআল্লাহ। গ্রিন টিভির নির্বাহী সম্পাদক নাদিরা কিরণ বলেন, ঠেকে শিখে নারীরা। প্রতিটি সেক্টরে নারীদের জায়গা করে নেওয়া কঠিন।

আসলে এখনো পর্যটনে নারীর অংশগ্রহণ বেশি হয়নি। নিজের সততাকে ঠিক রেখে যোগ্যতা দিয়ে এগিয়ে যেতে হবে। সরকারের পক্ষ থেকে ভয় আছে। বিদেশি পর্যটক আনতে সরকার ইমেজ সংকটের ভয় পায়। অভ্যন্তরীণ পর্যটক বাড়ছে। কিন্তু বিদেশি পর্যটক কম। এটা বাড়ানোর উদ্যোগ সফল হতে পারে একমাত্র এখাতে নারীর অংশগ্রহণ বাড়ানোর মধ্য দিয়ে। নাদিরা বলেন, যত বেশি পর্যটনে নারীর সম্পৃক্ততা বাড়বে তত বেশি বিদেশি পর্যটক আসবে। গাইড হিসেবে নারীদের বিষয়টি বাড়াতে হবে।