দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো রাজনৈতিক দল অংশগ্রহণ না করলে জনগণ তাদের স্যাংশন দেবে বলে মন্তব্য করেছেন ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম এ আউয়াল। তিনি বলেন, আগামী সংসদ নির্বাচনের ঘণ্টা বেজে উঠেছে।
একদিকে কেউ নির্বাচন প্রতিহত করবে, কেউ নির্বাচন করবে। এর মধ্যে দেশে স্যাংশন আর পালটা স্যাংশনের বক্তব্য শুনতে পাই। গত বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) ও পার্টির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে ইসলামী গণতান্ত্রিক পার্টির ঢাকা দক্ষিণ মহানগর শাখা। আউয়াল বলেন, টেলিভিশন খুললেই দেখা যায়, এক দল আরেক দলকে শুধু স্যাংশন দিয়ে যাচ্ছে। অথচ দেশের মানুষের আজকে কী অবস্থা, সেটা নিয়ে কারও কোনো বক্তব্য নেই।