গাজীপুরে চেকপোস্ট বসিয়ে র্যাবের তল্লাশি
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
গাজীপুরে মাদক চোরাচালান রোধ, সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসব নির্বিঘ্ন ও আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ রোবাস্ট পেট্রোল ও চেকপোস্ট মোতায়েন করেছে র্যাব।
গতকাল রোববার সকালে নগরীর শিববাড়ি এলাকায় এ বিষয়ে বিস্তারিত ব্রিফিং করেন র্যাব-১-এর কোম্পানি কমান্ডার মেজর মো. ইয়াসির আরাফাত হোসেন।
তিনি বলেন, সামনে জাতীয় পর্যায়ে বেশ কিছু ইভেন্ট ও দুর্গোৎসবকে সামনে রেখে গাজীপুরবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ রোবাস্ট পেট্রোল ও চেকপোস্ট মোতায়েন করা হয়েছে। এছাড়া মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিতে গাজীপুরের হাইওয়ে দিয়ে যেন কোনো ধরনের মাদক প্রবেশ করতে না পারে, সেই লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এছাড়া সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় র্যাবের টহল জোরদারসহ আমরা সার্বক্ষণিক নিয়োজিত থাকব। তিনি আরো বলেন, প্রাথমিকভাবে জেলার মাওনা চৌরাস্তা ও শিববাড়ি এলাকায় দুটি চেকপোস্ট বসানো হয়েছে।