ঢাকা ওয়াসা WOPs (Water Operators Partnerships) এর সঙ্গে যৌথভাবে ওয়ার্কশপের আয়োজন
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
সংবাদ বিজ্ঞপ্তি
গতকাল স্থানীয় একটি হোটেলে ঢাকা ওয়াসা WOPs (Water Operators Partnerships) এর যৌথ উদ্যোগে একটি ওয়ার্কশপের আয়োজন করা হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন মি. রোমারিও রাজকোয়েমার, প্রোগ্রাম ম্যানেজার, ভিটেন্স এভিডিস (Vitens Evides, The Netherlands), কী নোট স্পিকার ছিলেন ভিটেন্স এভিডিসের রিজিওনাল ডাইরেক্টর ড. আদ্রিয়ান মেলস। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন Mr. Thijs Woudstra, H.E.- Deputy Ambassador, The Netherlands Embassy, ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. ইঞ্জিনিয়ার সুজিত কুমার বালা এবং মুস্তাকিম বিল্লাহ ফারুকী, অতিরিক্ত সচিব, স্থানীয় সরকার বিভাগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Ms. Julie Perkins, (UN Habitat, GWOPA)।
অনুষ্ঠানের এক পর্যায়ে WOPs এর সঙ্গে এক উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। ওয়ার্কশপের সভাপতি ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ও সিইও প্রকৌশলী তাকসিম এ খান তার বক্তব্যে উল্লেখ করেন যে, WOPs (Water Operators Partnerships) পানি সরবরাহ ব্যবস্থাপনার একটি চমৎকার আধুনিক পদ্ধতি। এর ফলে সব পক্ষের সহযোগিতার হাত প্রশস্ত হয় এবং আধুনিক প্রযুক্তিনির্ভর পানি সরবরাহ করা সম্ভব হয়। এখানে লাভ লোকসানের কোনো বিষয় নেই; বরং সহযোগিতাই মুখ্য। এ ওয়ার্কশপের মাধ্যমে তিনি WOP2 এর সমাপ্তি ঘোষণা করেন এবং WOP3 এর উদ্বোধন করেন।