ঢাকা ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

সশস্ত্র বাহিনী বিভাগ ও এমআইএসটির যৌথ ব্যবস্থাপনায় সেমিনার অনুষ্ঠিত

সশস্ত্র বাহিনী বিভাগ ও এমআইএসটির যৌথ ব্যবস্থাপনায় সেমিনার অনুষ্ঠিত

স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এবং সাইবার নিরাপত্তা সচেতনতা মাস (ক্যাম) এ সাইবার নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বাড়াতে গত রোববার সশস্ত্র বাহিনী বিভাগ ও এমআইএসটির যৌথ ব্যবস্থাপনায় ‘জেনারেল মোস্তাফিজ মাল্টিপারপাস হল’ এমআইএসটিতে Measures and Preparedness for Emerging Cyber Threats শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, এমপি এবং বিশেষ অতিথি হিসেবে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, এমপি সেমিনারে তার বক্তব্যে সাইবার নিরাপত্তা বিষয়ে বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের উপর আলোকপাত করেন এবং সাইবার নিরাপত্তাবিষয়ক তার গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন ‘ডিজিটাল বাংলাদেশ’ থেকে ‘স্মার্ট বাংলাদেশ’-এ রূপান্তর হচ্ছে এবং একটি উন্নত দেশ হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে সেই সময় আমরা ক্রমাগত সাইবার আক্রমণের স্বীকার হচ্ছি। স্মার্ট বাংলাদেশের লক্ষ্যে পৌঁছাতে সাইবার আক্রমণ বাধা হিসেবে আবির্ভূত হতে পারে। সম্প্রতি বাংলাদেশে বেশ কয়েকটি সাইবার হামলার ঘটনা ঘটেছে। বাংলাদেশ অদূর ভবিষ্যতে এই ধরনের আরো হামলার সম্মুখীন হতে পারে এবং সাইবার নিরাপত্তায় ধারাবাহিক বিনিয়োগের কথাও বলেন। সেমিনারে অন্যান্যদের মধ্যে স্বাগত বক্তব্য প্রদান করেন মেজর জেনারেল সাইদুল ইসলাম, সেমিনারটি সঞ্চালনা করেন ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহফুজুল করিম মজুমদার।

আলোকিত বাংলাদেশ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত