ঢাকা ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

কর্মবিরতিতে শিক্ষা ক্যাডার কর্মকর্তারা

কর্মবিরতিতে শিক্ষা ক্যাডার কর্মকর্তারা

আন্তঃক্যাডার বৈষম্য নিরসনসহ বিভিন্ন দাবিতে একদিনের কর্মবিরতি পালন করছেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা।

বিসিএস সাধারণ শিক্ষা সমিতির পক্ষ থেকে ঘোষিত এই কর্মসূচি গতকাল সোমবার একযোগে সারা দেশে পালন করছেন শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন দপ্তরে কর্মরত সদস্যরা।

সংগঠনের মহাসচিব মো. শওকত হোসেন মোল্যা জানিয়েছেন, আমরা আপাতত একদিনের কর্মবিরতি পালন করব।

আমাদের দাবির বিষয়ে যদি কোনো পদক্ষেপ নেওয়া না হয়, তাহলে ১০ থেকে ১২ অক্টোবর পর্যন্ত টানা কর্মবিরতি পালন করা হবে। কারণ, আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। ফলে কঠোর কর্মসূচিতে যেতে আমরা বাধ্য হবো।

গত শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষা ক্যাডারের বিভিন্ন বৈষম্য নিরসনসহ বেশ কয়েকটি দাবিতে একদিনের কর্মবিরতির কর্মসূচি ঘোষণা করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত