ইন্দো প্যাসিফিক এন্ডেভার ২০২৩

অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্স এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর দ্বি-পাক্ষিক সম্পর্ক উন্নয়ন

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আইএসপিআর

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতামূলক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে আয়োজিত ‘ইন্দো প্যাসিফিক এন্ডেভার ২০২৩’ এর অংশ হিসেবে গত ২৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্সের সেনা, নৌ এবং বিমান বাহিনীর একটি প্রতিনিধিদল বাংলাদেশে আগমন করেন। উভয় দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে পারস্পরিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিমিয়ের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন করার লক্ষ্যে গত ২৬ই সেপ্টেম্বর ২০২৩-এ আরম্ভ হয় ‘ইন্দো প্যাসিফিক এন্ডেভার ২০২৩’। গত ২৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখ বাংলাদেশ সেনাবাহিনী এবং অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্সের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রীতি ফুটবল ম্যাচটি অবলোকন করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এছাড়া, বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাই কমিশনার H. E. Mr Jeremy Bruer ছাড়াও বাংলাদেশ সফরত অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্সের এয়ার কমোডর ম্যাককরমাক উপস্থিত ছিলেন। খেলায় বাংলাদেশ সেনাবাহিনী ও অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্স ফুটবল দলকে ৫-০ গোলে পরাজিত করে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্সের প্রতিনিধিদল এবং ঢাকা সেনানিবাসের অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার ও অন্যান্য পদবির সৈনিকবৃন্দ উপস্থিত ছিলেন।