ঢাকা ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

ঢাকার বায়ুর মানে কিছুটা উন্নতি

ঢাকার বায়ুর মানে কিছুটা উন্নতি

বায়ুদূষণের শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। অন্যদিকে, বৃষ্টি হওয়ায় রাজধানী ঢাকার বায়ুর মানে কিছুটা উন্নতি হয়েছে। গতকাল বুধবার সকাল ৮টা ৩৯ মিনিটের দিকে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।

দূষণ তালিকার শীর্ষে থাকা লাহোরের স্কোর ১৯৭ অর্থাৎ সেখানকার বাতাস অস্বাস্থ্যকর। এরপর দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। এই শহরের স্কোর ১৬৭ অর্থাৎ সেখানকার বাতাসও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। তৃতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয়। চতুর্থ ইন্দোনেশিয়ার জাকার্তা এবং পঞ্চম মালয়েশিয়ার কুচিং। অন্যদিকে, রাজধানী ঢাকায় বৃষ্টি হওয়ায় বায়ুর মানে কিছুটা উন্নতি হয়েছে। ঢাকার স্কোর ৮৪ অর্থাৎ এখানকার বাতাসের মান মাঝারি বা ভালো অবস্থায় রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত