ঢাকা ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

সেই তলোয়ার ঠাঁই পেল সুপ্রিমকোর্টের জাদুঘরে

সেই তলোয়ার ঠাঁই পেল সুপ্রিমকোর্টের জাদুঘরে

সদ্য দায়িত্ব পাওয়া প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে বৃহত্তর ময়মনসিংহ সমিতির পক্ষ থেকে ঢাকা মহানগর পুলিশের (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের দেওয়া উপহার তলোয়ারটি সুপ্রিমকোর্ট জাদুঘরে হস্তান্তর করা হয়েছে। গতকাল বুধবার সকালে সুপ্রিমকোর্টের স্পেশাল অফিসার মোয়াজ্জেম হোছাইন বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গত ২৭ সেপ্টেম্বর রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের শেখ ফজিলাতুন নেছা মুজিব মিলনায়তনে বৃহত্তর ময়মনসিংহ সমিতি, ঢাকা আয়োজিত এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বিচারপতির হাতে তরবারি তুলে দেন ডিবি প্রধান।

মোহাম্মদ হারুন অর রশীদ এই সমিতির সাধারণ সম্পাদক। বৃহত্তর ময়মনসিংহের বিভিন্ন জেলার ঐতিহ্যগত স্মারক হিসেবে এই উপহার দেন তিনি। পরদিনই প্রধান বিচারপতি এটি সুপ্রিমকোর্ট জাদুঘরে দেওয়ার সিদ্ধান্ত নেন। পরে চিঠি দিয়ে আনুষ্ঠানিকতাও সারেন তিনি। গতকাল সেই তলোয়ার সুপ্রিমকোর্ট জাদুঘরে ঠাঁই পেল।

গত ১২ সেপ্টেম্বর দেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান। ২৩তম প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর স্থলাভিষিক্ত হন তিনি। প্রধান বিচারপতির গ্রামের বাড়ি নেত্রকোনায়। সে হিসেবে বৃহত্তর ময়মনসিংহ সমিতি ঢাকা তাকে সংবর্ধনা দেয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত