রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চতুর্থ শিল্প বিপ্লবের যুগে বিজ্ঞান ও প্রযুক্তির ভূমিকা নিয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। গতকাল ব"হস্পতিবার বিজ্ঞান অনুষদের উদ্যোগে ‘ঞযব জড়ষব ড়ভ ঝপরবহপব ধহফ ঞবপযহড়ষড়মু ঞড়ধিৎফং ৪ওজ’ শীর্ষক এই সম্মেলনের উদ্বোধন করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।
বিজ্ঞান অনুষদের অধিকর্তা ও সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক মো. সাহেদ জামানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান প"ষ্ঠপোষক হিসেবে উপ¯ি'ত ছিলেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার এবং প"ষ্ঠপোষক হিসেবে ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. হুমায়ুন কবীর।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সম্মেলনের সহ-আহ্বায়ক পরিসংখ্যান বিভাগের অধ্যাপক এম ছায়েদুর রহমান। সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক মো. আশরাফুল ইসলাম খান, অধ্যাপক মো. সাবিরুজ্জামান ও অধ্যাপক তারান্নুম নাজ। দুই দিনব্যাপী এই সম্মেলনের প্রথম দিনে একটি মূল প্রবন্ধ উপ¯'াপিত হয়। এছাড়া এদিন ২২টি টেকনিক্যাল সেশন এবং দ্বিতীয় দিনে মূল প্রবন্ধসহ ১০টি একাডেমিক সেশনে মোট ৪২৩টি প্রবন্ধ উপ¯'াপন করা হবে বলে নির্ধারিত আছে। এর মধ্যে ২০৭টি সরাসরি উপ¯'াপন ও ২১৬টি পোস্টার রয়েছে। এছাড়া একটি প্রদর্শনীও অনুষ্ঠিত হবে।