ঢাকা ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

রংপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

রংপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

রংপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে দিবসটি উপলক্ষ্যে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউিটের উদ্যোগে আলোচনা সভা, র‌্যালি, সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর পলিটেকনিক ইনস্টিটিউিটের সাবেক অধ্যক্ষ প্রকৌশলী মো. আমিনুর রহমান চৌধুরী, উপাধ্যক্ষ প্রকৌশলী মো. তাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন শিক্ষক সমিতির সভাপতি প্রকেীশলী ইউসুফ আলী, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউিটের উদযাপন কমিটির আহ্বায়ক শাহিদা বিনতে বারী, কম্পিউটার শিক্ষক হেলাল উদ্দিন আহমেদ, ননটেক চীফ ইন্সট্রক্টর মহাদেব কুমার গুন প্রমুখ। পরে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এ রংপুর বিভাগের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান এবং জাতীয় পর্যায়ে ২য় স্থান অর্জন করায় রংপুর পলিটেকনিক ইনস্টিটিউিটের অধ্যক্ষ প্রকৌশলী ফরিদ উদ্দিন আহম্মেদ সহ প্রাক্তন শিক্ষকদের সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। এর আগে সকালে একটি বর্ণাঢ্য র‌্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এতে ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকারা অংশ গ্রহণ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত