বিইউপিতে ক্যারিয়ার কার্নিভাল এবং কর্মশালা
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আইএসপিআর
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এ গত বুধবার ‘এনভায়নমেন্টাল ফেস্ট ও ক্যারিয়ার কার্নিভাল-২০২৩’ এবং ‘জলবায়ু পরিবর্তনে যুবসমাজের ভূমিকা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। পরিবেশবান্ধব জীবনধারা গ্রহণ করার মাধ্যমে স্বপ্রণোদিত হয়ে টেকসই ভবিষ্যৎ গঠনে সকলকে অনুপ্রাণিত করাই ছিল এ আয়োজনের উদ্দেশ্যে। পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী এমএ মান্নান, এমপি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। ভাইস চ্যান্সেলর মেজর জেনারেল মো. মাহ্বুব-উল আলম, বিইউপির সামরিক ও অসামরিক উচ্চ পদস্থ কর্মকর্তা, ফ্যাকাল্টি মেম্বার, শিক্ষার্থীসহ দেশ-বিদেশের আমন্ত্রিত অতিথিরা এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। পরিবেশ বিজ্ঞান বিভাগের তত্ত্বাবধানে পরিচালিত এনভায়রনমেন্টাল ক্লাব অব বিইউপি (এনসিবিইউপি) কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশের মোট ৩৮টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে।