ভূমি ব্যবস্থাপনা আধুনিকায়ন হলে অপরাধ কমে যাবে
বললেন রংপুর বিভাগীয় কমিশনার
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রংপুর ব্যুরো
রংপুর বিভাগীয় কমিশনার মো. হাবিবুর রহমান বলেছেন, ভূমি ব্যবস্থাপনা আধুনিকায়ন হলে অপরাধ কমে যাবে। ভূমি জবরদখল ও হয়রানি লেগেই আছে। ভূমির জটিলতা কমিয়ে আনতে সরকার কাজ করছে। অনেকেই জমির মিউটেশন করেন না। হস্তান্তর, উত্তরাধিকার, বন্দোবস্ত, দানপত্র ও অধিগ্রহণের মাধ্যমে জমির মালিকানা পরিবর্তন হয়। সাধারণত জরিপ কার্যক্রম ২০ থেকে ৩০ বছর পরে হয়। জমি-সংক্রান্ত বিষয়গুলো আমাদের গুরুত্ব দিয়ে দেখা দরকার। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী স্মার্ট ভূমি ব্যবস্থাপনা বাস্তবায়নের লক্ষ্যে রংপুর জেলার ভূমি কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণ ও সেমিনারে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ভূমি অফিসের হয়রানি কমাতে সরকার ভূমি সেবা কার্যক্রম অনলাইনে নিয়ে যাচ্ছে। ভূমি সেবা পেতে গ্রাহক ১৬১২২ নম্বরে কল করতে পারবেন। জমির দাম যত বেশী সুযোগসন্ধানীদের এসব জমির উপর নজরও বেশী থাকে। সরকারি জমি দখল ও পাহাড় কেটে পরিবেশ নষ্ট করা হচ্ছে। জমির মিউটেশন আগে আপডিট করা হতো না। সরকার নাগরিকদের ভূমি ব্যবস্থাপনার ভয় কাটাতে সকল প্রক্রিয়া সহজীকরণ করছে। ভূমি কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণ ও সেমিনারে রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসানের সভাপতিত্বে ভূমি ব্যবস্থাপনার উপরে বিস্তারিত আলোকপাত করেন ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মো. জাহিদ হোসেন পনির বিপিএ, উপ সচিব সেলিম আহমদ প্রমূখ।