রংপুর বিভাগের আট জেলায় নিয়মিত রোবাস্ট পেট্রোল এবং চেকপোস্ট স্থাপনের মাধ্যমে মাদক উদ্ধার করেছে রংপুর র্যাব-১৩। গতকাল র্যাব-১৩ রংপুরের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ নিশ্চিত করেন।
তিনি বলেন, র্যাব সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী অন্যান্য ব্যাটালিয়নের মতো র্যাব-১৩ এর দায়িত্বপূর্ণ আটটি জেলায় নিয়মিত রোবাস্ট পেট্রোল এবং চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করে আসছে।
এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের অংশ হিসাবে মাদক উদ্ধার কার্যক্রম জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় গত ১ অক্টোবর থেকে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানাধীন গোবিন্দগঞ্জ থানা মোড় চারমাথা থেকে ৩৬৪ বোতল ফেন্সিডিল ও ১০ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।