চাকরি বিজ্ঞপ্তির শুরু থেকে দীর্ঘ সাড়ে ৩ বছর ধরে চলছে অপেক্ষা। এর মধ্যে লিখিত ও মৌখিক পরীক্ষা হয়ে গেছে; কিন্তু ফল প্রকাশ হয়নি। দীর্ঘ এই সময়ের মধ্যে অনেকের বিয়ে হয়ে গেছে।
পরিবার থেকে বাচ্চা নিতে চাপ দিচ্ছে; কিন্তু চাকরি শর্তের জালে অনেকে বাচ্চা নিতে পারছেন না, আবার অনেকে নষ্ট করেছেন। এর ফলে মানসিক যন্ত্রণায় ভুগছেন পরিবার কল্যাণ পরিদর্শিকা পদের কয়েক হাজার চাকরিপ্রত্যাশী।
তারা এ মানসিক যন্ত্রণা থেকে মুক্তি চান, একইসঙ্গে আগামী ৭ দিনের মধ্যে ফল প্রকাশের দাবি জানিয়েছেন। গতকাল রোববার রাজধানীর কারওয়ান বাজারের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সামনে আয়োজিত এক মানবন্ধনে কান্নাজড়িত কণ্ঠে এসব কথা বলেন অনেক চাকরিপ্রত্যাশী।
মানবন্ধনে দিনাজপুর থেকে আসা তানিয়া মোস্তাকিম বলেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে পরিবার কল্যাণ পরিদর্শিকা পদের জন্য ২০২০ সালে সার্কুলার প্রকাশিত হয়। অনলাইনে আবেদন শুরু হয় ২০২০ সালের ১৬ মার্চ এবং শেষ হয় ২০ এপ্রিল।
তারপর দীর্ঘ ২ বছর ৯ মাস পর গত ১৮ ফেব্রুয়ারি ওই পদের জন্য লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। সর্বশেষ ধাপে ধাপে ২৫ মে থেকে ১৮ জুন পর্যন্ত মৌখিক পরীক্ষা শেষ হয়।