সিকৃবি ভেটেরিনারি অলিম্পিয়াড অনুষ্ঠিত

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সিলেট ব্যুরো

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) দ্বিতীয় বাংলাদেশ ভেটেরিনারি অলিম্পিয়াডের কোয়ালিফাইং পর্ব অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার এই পর্ব অনুষ্ঠিত হয়েছে। এবারের অলিম্পিয়াডের সিকৃবি পর্বে ২৬টি দলের মধ্যে বিজয়ী হয়েছে টিম এম্বুস। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের বিজয়ী দলকে নিয়ে পরবর্তীতে অলিম্পিয়াডের মূল পর্ব অনুষ্ঠিত হবে। ইউএসএইডির অর্থায়নে ন্যাশনাল ভেটেরিনারি ডিন কাউন্সিল এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সহযোগিতায় দেশের ১৪টি ভেটেরিনারি মেডিসিন ডিগ্রি প্রদানকারী বিশ্ববিদ্যালয়ে একযোগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গত শনিবার সকালে দ্বিতীয় বাংলাদেশ ভেটেরিনারি অলিম্পিয়াডের সিকৃবির কোয়ালিফাইং পর্বের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন ভুঁঞা।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে অলিম্পিয়াডের অনলাইন ও অফলাইন পরীক্ষা অনুষ্ঠিত হয়।

অলিম্পিয়াডে ভেটেরিনারিবিষয়ক বিভিন্ন প্রশ্নে, রোগনির্ণয় ও পোস্টার তৈরিসহ বিভিন্ন কার্যক্রমের ওপর পরীক্ষা হয়। পরবর্তীতে বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয় পর্বে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। সিকৃবির ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক সিদ্দিকুল ইসলামের সভাপতিত্বে নাম ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অলিম্পিয়াডের সিকৃবি পর্বে বিজয়ী দলের নাম ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন ভুঁঞা।