অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন ম্যাটস শিক্ষার্থীরা
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
চার বছরের অ্যাকাডেমিক কোর্স বহাল রেখে ১ বছরের ইন্টার্নশিপ ও অসঙ্গতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধনসহ চার দফা দাবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন ম্যাটস শিক্ষার্থীরা। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্যপরিষদ।
দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানায় সংগঠনটি। সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্যপরিষদের প্রধান উপদেষ্টা (মিডিয়া) মো. মেহেদী হাসান বলেন, চার দফা দাবিতে গত ৪০ দিন ধরে আন্দোলন করে যাচ্ছি। দেশের বিভিন্ন জেলা ও হাসপাতালে আন্দোলন করেছি। কিন্তু কোনোভাবেই সমস্যার সুরাহা হচ্ছে না। এরই ধারাবাহিকতায় আজকেও অবস্থান কর্মসূচি পালন করছি। দাবি মানা না পর্যন্ত তা চলতে থাকবে। এর আগে গত ১৬ আগস্ট চার দফা দাবিতে শান্তিপূর্ণভাবে অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বর্জন, ছাত্রধর্মঘট, সরকারি ম্যাটসের প্রশাসনিক ভবনে তালা, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ও স্বাস্থ্য অধিদপ্তরের সামনে অবস্থান এবং জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে আসছে সংগঠনটি। এদিকে, চার দফা দাবি আদায়ে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই অনির্দিষ্টকালের জন্য সরকারি-বেসরকারি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) বন্ধের নির্দেশ দেওয়া হয়। গত ৪ অক্টোবর স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ হুমায়ুন কবীরের সই করা এক অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনায় বলা হয়, অনিবার্য কারণবশত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আজ থেকে সব সরকারি-বেসরকারি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) বন্ধ ঘোষণা করা হলো। পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে সব ছাত্রছাত্রীদের হোস্টেল ত্যাগ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হলো। এতে মহাপরিচালকের সম্মতি রয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়। বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ পরিচালিত এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) কর্তৃক নিবন্ধিত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীরা। বর্তমানে ১৭টি সরকারি ও দুই শতাধিক বেসরকারি প্রতিষ্ঠানে প্রায় ৫০ হাজার অধ্যয়নরত শিক্ষার্থী রয়েছে।