ঢাকা ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

মানসিক স্বাস্থ্যের যত্নের ব্যাপারে জনসচেতনতার তাগিদ

মানসিক স্বাস্থ্যের যত্নের ব্যাপারে জনসচেতনতার তাগিদ

একজন মানুষের সুস্থভাবে বেঁচে থাকার জন্য মানসিক স্বাস্থ্য ভালো থাকা অত্যন্ত প্রয়োজনীয় বলে জানিয়েছেন মনোরোগ বিশেষজ্ঞরা। তারা বলছেন, বর্তমান সময়ে মানুষের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য দুটোই খারাপের দিকে। এ অবস্থায় সমাজে বিভিন্ন ধরনের সচেতনতামূলক কার্যক্রম সর্বত্র ছড়িয়ে দিয়ে মানসিক স্বাস্থ্য সম্পর্কে সবাইকে সতর্ক করতে হবে। গতকাল সোমবার বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিটস (বিএপি) আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বিশেষজ্ঞ চিকিৎসক ও বক্তারা এ কথা বলেন। বক্তারা বলেন, মানুষ সবসময় বিভিন্ন ধরনের দুশ্চিন্তা এবং চাপে থাকার কারণে তাদের মানসিক সমস্যা দেখা দেয়। ফলে মানুষ বিভিন্ন রকম খারাপ পদক্ষেপ গ্রহণ করে থাকে। এর মধ্যে অন্যতম হলো আত্মহত্যা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত