উইটসা অ্যাওয়ার্ড পেল এটুআইয়ের মুক্তপাঠ ও নাইস

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সংবাদ বিজ্ঞপ্তি

অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের লক্ষাধিক মানুষের দক্ষতা বৃদ্ধি ও শিক্ষাদানের স্বীকৃতিস্বরূপ ‘উইটসা ২০২৩ গ্লোবাল ইনোভেশন অ্যান্ড টেকনোলজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’ অর্জন করল এসপায়ার টু ইনোভেট-এটুআইয়ের দুই উদ্ভাবনী উদ্যোগ ‘ন্যাশনাল ইন্টেলিজেন্স এমপ্লয়মেন্ট অ্যান্ড এন্টারপ্রেনিউরশিপ (নাইস)’ ও ‘মুক্তপাঠ’। মালয়েশিয়ার কুচিং শহরে অনুষ্ঠিত তিন দিনব্যাপী ডব্লিউসিআইটি ২০২৩ আন্তর্জাতিক সম্মেলনের তৃতীয় দিনে গত বৃহস্পতিবার রাতে এই পুরস্কার দেয় বিভিন্ন দেশের তথ্যপ্রযুক্তি খাতের সংগঠনগুলোর জোট-ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস অ্যালায়েন্স (ডব্লিউআইটিএসএ)। অনুষ্ঠানে উপস্থিত থেকে ডব্লিউআইটিএসএ’র চেয়ারম্যান সিন শিয়াহ’র হাত থেকে এ মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক পুরস্কারটি গ্রহণ করেন এটুআইয়ের প্রোগ্রাম অ্যাসোসিয়েট আলাভী জামান দিশা ও ই-লার্নিং কো-অর্ডিনেটর জিনিয়া জেরিন। সম্মানজনক এই পুরস্কারের জন্য বিভিন্ন দেশের ১৩০টি প্রকল্প জমা পড়ে।