রংপুর নগরীতে সিটি বাস চালুর সিদ্ধান্ত বাতিলসহ অটোরিকশা ও চার্জার অটোরিকশা মালিক শ্রমিকদের ৯ দফা বাস্তবায়নের দাবিতে অনশন করছেন ব্যাটারিচালিত অটোরিকশার চালক ও মালিকরা। এর আগে রংপুর নগরীর যানজট নিরসনে সিটি বাস সার্ভিস চালুর ঘোষণা দেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে রংপুর নগরীর প্রেসক্লাব চত্বরে ব্যাটারিচালিত অটো রিকশা ও চার্জার রিকশাভ্যান মালিক শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে এ অনশনে বসেন তারা। সরেজমিন দেখা যায়, পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রংপুর নগরীর প্রেসক্লাব চত্বরে সকাল ১০টার দিকে অনশনে বসেন ব্যাটারিচালিত অটোরিকশার চালক ও মালিকরা। এদিকে, অনশন সফল করতে ও তাদের সিদ্ধান্ত মানতে নগরীর বিভিন্ন প্রবেশপথে অটো ও অটোরিকশা চলাচলে বাধা দিচ্ছে অটোরিকশা শ্রমিক নেতারা। এতে করে চরম বিপাকে পড়ে স্কুল-কলেজের শিক্ষার্থী ও অফিসে আদালতগামী জনসাধারণ। অটোরিকশা না পেয়ে হেঁটে যেতে হচ্ছে স্কুল-কলেজ ও অফিস-আদালতে। অফিসগামী আমিনুল ইসলাম জানান, লালবাগ থেকে প্রতিদিন সকাল সাড়ে ৯টায় অটোযোগে কাচারিবাজার যাই। আজকে হঠাৎ করে অটো নেই। রিকশায় করে কাচারিবাজার যাওয়ার পথে শাপলায় বাঁধা দেয়। পরে হেঁটেই কাচারিবাজার যাই। রফিকুল হক জানান, কোনো ঘোষণা ছাড়াই অটোরিকশা শ্রমিক ও মালিকরা এমন কর্মসূচি পালন করছেন। এটা সেবার নামে যাত্রীদের জিম্মি করা ছাড়া কিছু না। রফিকুল হক ও আমিনুল ইসলামের মতো অনেকেই এমন দুর্ভোগের কথা জানান। অন্যদিকে, নগরীতে অটো ও অটোরিকশা চলাচলে বাধা দিচ্ছে এমন অভিযোগ অস্বীকার করে জাতীয় রিকশা শ্রমিক সমিতি মহানগর শাখার সিনিয়র সহ-সভাপতি এনামুল কবির বলেন, আমরা সিটি বাস চালুর সিদ্ধান্ত বাতিলসহ অটোরিকশা ও চার্জার অটোরিকশা মালিক শ্রমিকদের ৯ দফা বাস্তবায়নের দাবিতে অনশন করছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান বলেন, অসহনীয় যানজট নিরসনে লাইসেন্সবিহীন অটো চলাচল বন্ধ, বাইরে থেকে অটো নগরীতে প্রবেশ নিষেধসহ কিছু বিষয়ে সিদ্ধান্ত হয়। এ নিয়ে ফুটপাত দখলমুক্তসহ বিভিন্ন ধরনের প্রস্তুতিও চলছে। এছাড়াও রংপুর নগরীর বাসিন্দাদের সুবিধার কথা মাথায় রেখে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র ও প্রধান নির্বাহীর উপস্থিতিতে সিটি বাস সার্ভিস চালুর ঘোষণা করা হয়। এরপরেই অনেকেই নিজের স্বার্থ হাসিলে অটোরিকশা শ্রমিকদের ভুল বুঝিয়ে মাঠে নামিয়েছে। আমরা তাদের ডেকে আশ্বস্ত করেছি, বাইরের অটো নগরীতে প্রবেশ বন্ধ হলে এবং লাইসেন্সবিহীন অটো চলাচল না করলে লাইসেন্স প্রাপ্ত অটোচালক ও মালিকরাই লাভবান হবেন। তারপরও কেন আন্দোলন এটা পরিষ্কার না। রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ মাহবুবার রহমান মঞ্জু বলেন, অটোশ্রমিক মালিকরা সিটি কর্পোরেশনের সামনে বিক্ষোভ করে এবং মেয়রের সঙ্গে সাক্ষাৎ করেন। মেয়র বলেছেন, পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলে, সব কিছু বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।