রাবিতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রাজশাহী ব্যুরো
নানা আয়োজন-অনুষ্ঠানের মধ্যদিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালন করা হয়। রাবি মানসিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি মানসিক স্বাস্থ্য কেন্দ্র চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. হুমায়ুন কবীর ও কোষাধ্যক্ষ অধ্যাপক মো. অবায়দুর রহমান প্রামানিক, জীববিজ্ঞান অনুষদের অধিকর্তা অধ্যাপক মোহাম্মদ শহিদুল আলম, মানসিক স্বাস্থ্য কেন্দ্রের পরিচালক ড. কাজী ইমরুল কায়েশ, চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের সভাপতি ড. মো. শরিফুল ইসলাম প্রমুখসহ সংশ্লিষ্ট বিভাগসমূহের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকরা অংশ নেন। বেলা ১১টায় মানসিক স্বাস্থ্য কেন্দ্রে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।