ঢাকা ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

গবেষণার ক্ষেত্রে প্রায়োগিক দিক বিবেচনায় নেওয়ার আহ্বান

গবেষণার ক্ষেত্রে প্রায়োগিক দিক বিবেচনায় নেওয়ার আহ্বান

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে প্রতি বছরই বিভিন্ন বিষয়ে গবেষণাকর্ম সম্পাদিত হচ্ছে।

রিসার্চ জার্নালে পাবলিকেশনের মাধ্যমেই অনেক ভালো ভালো গবেষণা শেষ হয়ে যায় এবং অধিকাংশ ক্ষেত্রে শিক্ষকদের পদোন্নতি প্রাপ্তিতে এসব গবেষণা সহায়ক হচ্ছে।

‘শিক্ষা বিভাগীয় কর্মচারী (শিক্ষক) কর্তৃক অর্জিত পিএইচডি অভিসন্দর্ভ ও শিক্ষাদান সংশ্লিষ্ট বিষয়ের সামঞ্জস্য নিরূপণ’ শীর্ষক অ্যাকাডেমিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন এসব কথা বলেন। গতকাল ইউজিসির সভাকক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত