খুমেক হাসপাতালে ডেঙ্গুতে দুইজনের মৃত্যু
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
খুলনা ব্যুরো
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ((বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা) ডেঙ্গু আক্রান্ত দুই রোগীর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫ জন। ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিরা হলেন- খুলনার লবনচরা এলাকার সরস্বতী দাস (৪২) ও পিরোজপুরের নাজিরপুর এলাকার রোজভী শেখ (৮৫)। গতকাল বৃহস্পতিবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) ডা. সুহাস রঞ্জন হালদার এ তথ্য জানান। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। আর ছাড়পত্র নিয়ে হাসপাতাল ছেড়েছেন ৫০ জন। চলতি বছর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ২ হাজার ২৪০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। আর বর্তমানে হাসপাতালে ২১৭ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এছাড়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৯ জনের মৃত্যু হয়েছে।