দেশের রাজনীতিতে চলমান সংকট নিরসনে প্রয়োজন সর্বদলীয় সংলাপ বলে মন্তব্য করে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, অংশগ্রহনমূলক, গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন এখন জনগণের আকাঙ্ক্ষা।
দেশের মানুষ নিজের ভোটারাধিকার প্রয়োগ করতে চায়। গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে পার্টির শীর্ষ নেতৃদ্বয় এসব কথা বলেন।
তারা বলেন, শুধুমাত্র সংঘাতের মাধ্যমে সমস্যা সমাধান সম্ভব নয়। সমস্যা সমাধানে প্রয়োজন হলো সংলাপ।
আলোচনার টেবিলে বসেই সমস্যার সমাধান হওয়া প্রয়োজন। তারা আরো বলেন, বাংলাদেশ ন্যাপ দল হিসেবে সব রাজনৈতিক দলকে নিয়ে আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধানে বিশ্বাসী।