ঢাকা ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

বেরোবিতে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে সমাবেশ

বেরোবিতে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে সমাবেশ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ইসরাইলি অবৈধ দখলদারের বিরুদ্ধে মুক্তিকামী ফিলিস্তিনিদের প্রতিবাদী সংগ্রাম ‘তুফান আল আকসা’-এর সংহতি জানিয়ে এক বিরাট সংহতি সমাবেশের আয়োজন সংগঠিত হয়েছে। গতকাল জুম্মার নামাজ শেষে সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ করার আগে একটি প্রতিবাদী মিছিল বের হয়। মিছিলটি জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে মর্ডান মোড় পর্যন্ত ঘুরে এসে বিশ্ববিদ্যালয়ের ১নং গেটে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শত শত শিক্ষার্থী। প্লাকাট, ফেস্টুন, ব্যানার নিয়ে তারা সমাবেশে উপস্থিত ছিল। তাদের মুখে উচ্চারিত হচ্ছিল দখলদার ইসরাইলের বিরুদ্ধে প্রতিবাদী বাক্য। ‘আস্থা রাখি এখনো মনে, দেখব সেই দিন নদী থেকে সমুদ্র থেকে স্বাধীন ফিলিস্তিন ঘুরিয়ে আসছে ইসরাইলের দিন তোমাদের সঙ্গে আছি’ ‘ফিলিস্তিনি’। ‘আয়া সুফিয়ার শিকল ভেঙেছে শিকল ভাঙবে- আল আকসারা’। সমাবেশে এই সকল স্লোগানে ফেস্টুন, প্লাকাট। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, আমরা সব সময় সত্যের পক্ষে। আমাদের জাতীর পিতা শেখ মুজিবুর রহমান ও তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় শোষিত, নির্যাতিত মানুষের পক্ষে। এর আগেও তিনি আরাকানের মুসলমানদের পক্ষে নিয়ে বাংলাদেশে আশ্রয় দিয়ে অন্যান্য নজির স্থাপন করেছেন। ফিলিস্তিনি মুসলমানদের পক্ষ নিয়ে তিব্র নিন্দা জানিয়েছেন। যদি সম্ভব হয় ফিলিস্তিনি নির্যাতিত মানুষের জন্য, জরুরি খাদ্য, বস্ত্র, চিকিৎসা প্রদান করবেন, সামগ্রী পাঠাবেন- এই প্রত্যশা করি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত