রংপুরে বিশ্ব ডিম দিবস পালিত

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রংপুর ব্যুরো

‘ডিমে পুষ্টি ডিমে শক্তি, ডিমে আছে রোগ মুক্তি’ স্লোগানকে ধারণ করে রংপুরে বিশ্ব ডিম দিবস পালন করা হয়। গতকাল সকালে সম্পদ দপ্তরের আয়োজনে রংপুরে বিশ্ব ডিম দিবস-২০২৩ পালিত হয়েছে। ডিম দিবস উপলক্ষ্যে আয়োজনের মধ্যে ছিল জেলা প্রাণিসম্পদ অফিস হতে একটি র‌্যালি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা কার্যালয়ে এসে কার্যালয় মিলনায়তনে আলোচনা সভা। র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. এনামুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় প্রাণিসম্পদের ভারপ্রাপ্ত পরিচালক ডা. আবু সাইদ, ডেইরি অ্যাসোসিয়েশন রংপুর বিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার লতিফুর রহমান মিলন, রংপুর পোলট্রি শিল্প মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকবর আলী, জাতীয় পোলট্রি রক্ষা পরিষদের রংপুরের সভাপতি মাহাবুব আলমসহ প্রমুখ। এ সময় প্রাণিসম্পদ বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারী, সংশ্লিষ্ট কর্মকর্তাগণ ও খামারিরা উপস্থিত ছিলেন।