তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরুর জন্য আসন্ন সংসদ অধিবেশনে অর্থ বরাদ্দের দাবি জানিয়েছে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ। গতকাল শনিবার দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও সমাবেশ থেকে এই দাবি জানানো হয়। পরিষদের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানীর সভাপতিত্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক শাফিয়ার রহমান, স্ট্যান্ডিং কমিটির সদস্য সাদিকুল ইসলাম, আব্দুর রাজ্জাক, বখতিয়ার হোসেন শিশির, মনোয়ারুল ইসলাম ও দেলওয়ার হোসেন প্রমুখ। প্রধানমন্ত্রী ২ আগস্টের সমাবেশে ঘোষণা দিয়েছেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবেন।