ঢাকা ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

হাতধোয়ার অভ্যাসে অনেক রোগ থেকে মুক্ত থাকা সম্ভব

বললেন স্থানীয় সরকার মন্ত্রী
হাতধোয়ার অভ্যাসে অনেক রোগ  থেকে মুক্ত থাকা সম্ভব

হাত ধোয়ার অভ্যাসের ফলে অনেক রোগ থেকে মুক্ত থাকা সম্ভব বলে মনে করেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।

তিনি বলেন, ‘হাত ধোয়ার অভ্যাসের ফলে আমরা অনেক রকমের জীবাণু থেকে মুক্ত থাকতে পারি, যেসব জীবণু মানব শরীরে নানা ধরনের রোগব্যাধি সৃষ্টি করে। সারা দিন যে কোনো মানুষের হাত নানা রকম জিনিসের সংস্পর্শে আসে, তাতে অনেক রকমের জীবাণুর আশ্রয়স্থল হয় হাত। হাত ধোয়ার ফলে এসব জীবাণু মানুষের শরীরে প্রবেশ করতে পারে না।

গতকাল রোববার (১৫ অক্টোবর) ওসমানী স্মৃতি মিলনায়তনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আয়োজিত বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৩ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বিশ্ব হাত ধোয়া দিবসের এবারের প্রতিপাদ্য- ‘আপনার নাগালই পরিচ্ছন্ন হাত। স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘আমাদের ধর্মেও (ইসলাম ধর্মে) পরিষ্কার-পরিচ্ছন্নতাকে ঈমানের অঙ্গ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। সুস্থ শরীরের চেয়ে বড় কোনো সম্পদ পৃথিবীতে নেই। সুস্থ শরীরের জন্য নিয়মিত হাত ধোয়ার অভ্যাস একটি গুরুত্বপূর্ণ বিষয়। সুস্থ মানুষই দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত করতে পারে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত