গাজীপুরে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন শুরু

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  গাজীপুর প্রতিনিধি

‘এক ডোজ এইচপিভি টিকা নিন জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন’ এ প্রতিপাদ্য নিয়ে গাজীপুরে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে হিউম্যান পাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান ক্যাম্পেইন হয়েছে। ক্যাম্পেইন উদ্বোধন করেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জায়েদা খাতুন। গতকাল রোববার সকালে খাইলকুর বাদশা মিয়া অগ্রণী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে গাজীপুর সিটি করপোরেশন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান নির্বাহী কর্মকর্তা এএসএম শফিউল আজম। প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ৫মণ্ড৯ম শ্রেণি-সমমানের সকল ছাত্রী এবং শিক্ষা প্রতিষ্ঠানবহির্ভূত ১০ থেকে ১৪ বছর বয়সি সব কিশোরীদের বিনামূল্যে এক ডোজ এইচপিভি ভ্যাকসিন দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। টিকাদান কার্যক্রমের আওতায় ১৫ অক্টোবর থেকে ১০ কর্মদিবস গাজীপুর সিটি করপোরেশনের ১ হাজার ৫৮২টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৯১ হাজার ৫০৯ জন শিক্ষার্থীদের এবং পরবর্তী ৮ কর্মদিবসে শিক্ষাপ্রতিষ্ঠানবহির্ভূত ৩ হাজার ৪২৫ জন কিশোরীকে ১ ডোজ এইচপিভি টিকা দেওয়া হবে।