গত শনিবার এথিক্স এডুকেশন ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট (ইটুএসডি)’র উদ্যোগে বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো এথিক্স অলিম্পিয়াড ২০২৩। রাজধানীর তেজগাঁওস্থ আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এ আয়োজনে অলিম্পিয়াডের পাশাপাশি সৃজনশীল বিষয়ে প্রতিযোগিতা ও তথ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সমাপনী অংশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. মঞ্জুর আহমেদ। সভাপতিত্ব করেন আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মো. মাহবুবুর রহমান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুইবারের এভারেস্ট বিজয়ী এমএ. মুহিত, সোয়ান গ্রুপের চেয়ারম্যান মো. খবির উদ্দিন খান, সাবেক রাষ্ট্রদূত এম. হুমায়ুন কবির। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ও ইটুএসডির পরিচালক প্রফেসর ড. মিজানুর রহমান। সঞ্চালনায় ইটুএসডির নির্বাহী পরিচালক কাজী আলী রেজা ও চিন্ময় মুৎসুদ্দী। - সংবাদ বিজ্ঞপ্তি