নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ নিধনের সময় বরিশালের বিভিন্ন নদীতে অভিযান পরিচালনা করে এ পর্যন্ত ৭৭ জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের কাছ থেকে ৯৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। বিভাগীয় মৎস্য অফিস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১২ অক্টোবর থেকে ১৬ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত বরিশাল বিভাগে ৪৩৭টি অভিযান পরিচালনা করা হয়েছে এবং ১৫৯টি মোবাইল কোর্ট করা হয়েছে। গেল ৪ দিনে বরিশাল বিভাগে ৬৬ বার বি?ভিন্ন মৎস্য অবতরণ কেন্দ্র, ৮০৬ বার বি?ভিন্ন মাছঘাট, ১ হাজার ৩৫৭ বার বি?ভিন্ন আড়ত ও ৮৭১ বার বি?ভিন্ন বাজার পরিদর্শন করেছেন মৎস্য অধিদপ্তরে জেলা ও উপজেলা কার্যালয়ের কর্মকর্তারা। আর এ সময়ে অভিযানে ৯০৯ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।