রংপুর সদর উপজেলায় জননী প্রকল্পের উদ্বোধন

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রংপুর ব্যুরো

রংপুরে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যকে শক্তিকরণে ‘জননী’ প্রকল্প নামে একটি ৫ বছর মেয়াদি প্রকল্প চালু করার ঘোষণা দিয়েছে আরডিআরএস বাংলাদেশ। গত রোববার দিনব্যাপী প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা একটি সুস্থ জাতি গঠনের জন্য গর্ভবতী মহিলাদের এবং নবজাতক শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রয়োজনীয়তার উপর জোর দেন। প্রকল্পটির লক্ষ্য রংপুর বিভাগে মাতৃ ও নবজাতক মৃত্যু হার কমিয়ে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য ৩ অর্জনে অবদান রাখা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর বিভাগের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক দেওয়ান মোর্শেদ কামাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর জেলার উপ-পরিচালক পরিবার পরিকল্পনা ডা. শেখ মো. সাইদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-পরিচালক, স্থানীয় সরকার রংপুরের জিলুফা সুলতানা, ডেপুটি সিভিল সার্জন রংপুর ডা. মো. রুহুল আমিন, রংপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মো. নাঈম হোসেন খান এবং রংপুর সদর উপজেলা চেয়ারম্যান নাসিমা জামান ববি।