ঢাকা ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

প্রতি আটজনে একজন নারী স্তন ক্যান্সারের ঝুঁকিতে

প্রতি আটজনে একজন নারী স্তন ক্যান্সারের ঝুঁকিতে

‘স্তন ক্যান্সারে আক্রান্ত হয়ে বিশ্বে প্রতি লাখে ১৫ জন নারী মারা যান। প্রতি আটজনে একজন নারী স্তন ক্যান্সারের ঝুঁকিতে থাকেন। এই রোগ প্রতিরোধে সচেতনতা বাড়ানোর কোনো বিকল্প নেই।’ গতকাল বুধবার রাজধানীর স্টেট ইউনিভার্সিটিতে স্তন ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষ্যে এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। বক্তারা বলেন, প্রতিবছর সারা বিশ্বজুড়ে ১৫ লাখেরও বেশি নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হন এবং প্রতিলাখে ১৫ জন নারী মারা যান। এ ছাড়া প্রতি আটজনে একজন নারী স্তন ক্যান্সারের ঝুঁকিতে থাকেন। তবে স্তন ক্যান্সার সম্পূর্ণ ভালো হয়ে যায়, যদি প্রাথমিক অবস্থায় সঠিক চিকিৎসা হয়। তাই এ বিষয়ে সচেতনতা বাড়ানোর কোনো বিকল্প নেই। স্তন ক্যান্সারের চিকিৎসা পদ্ধতি সম্পর্কে ও এই বিষয়ক নানা তথ্য তুলে ধরেন ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারের ক্লিনিক্যাল ও রেডিয়েশন অনকোলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর ডা. মো. ইউসুফ আলী।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত