সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি বলেছেন, শিশুদের জন্য একটি সুন্দর দেশ গড়তে হবে। শেখ রাসেল দিবসে এটা হোক সবার প্রত্যয়। মন্ত্রী গতকাল রাজধানীর আগারগাঁওস্থ সমাজসেবা অধিদপ্তর মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহিদ শেখ রাসেলের জন্মবার্ষিকী এবং শেখ রাসেল দিবস-২০২৩ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ১৯৭৫-এর ১৫ আগস্টের হত্যাকাণ্ড ছিল একটি জাতিকে চিরকালের জন্য নেতৃত্বহীন করার ষড়যন্ত্র। ঘাতকরা সেদিন জাতির পিতার শিশু পুত্রকেও রেহাই দেয়নি। তারা দেশ থেকে স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধের চেতনাকে ভূলুণ্ঠিত করতে চেয়েছিল; কিন্তু তারা সফল হয়নি। মন্ত্রী বলেন, দেশের সব শিশুর জন্য সুন্দর ভবিষ্যৎ গড়তে সরকার কাজ করছে। আজকের শিশুরা আগামীর বাংলাদেশের কাণ্ডারি। তাদের যোগ্য করে গড়ে তুলতে হবে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. খায়রুল আলম সেখ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।